সুস্থির স্বস্তি
---
যতটা না দেখো তুমি
তার চেয়ে অনেক বেশী দেখো
তবু অচক্ষুষ্মান থাকা,
আজকাল না দেখাতে মিলে সুখ
দেখাতে গভীর অন্তর্বেদনা।
যাবতীয় কোলাহল ছাপিয়ে
কানে তুলো গুঁজে দিয়ে
নির্বাক ধ্যানে মগ্ন থাকা
অনেক বেশী স্বস্তির।
কথা হয় তীরের মত,
সত্য বড় ভয়ংকরী
সত্যের মুখোমুখি হতে বড় ভয়,
সত্যকে ঢেকে রাখো
চলুক মিথ্যের বন্দনা।
তুমি দেখো কিন্তু কিছুই দেখো না
তুমি শোন কিন্তু কিছুই শোন না
তুমি কাঁটা এড়িয়ে সন্তর্পণে চল পথ
রক্তাক্ত না হয়ে আস্ত তুমি অক্ষত।
দেখতে গেলেই চোখে পড়বে হাতি
অন্তর্দ্বন্দ্বে ছিন্নভিন্ন মন,
যখনই খুলবে চোখ বলবে কথা
অস্তিত্ব সংকটে আস্ত তুমি
নিশ্চিহ্ন নিশ্চিত।
এই ভাল, ফুল দেখো পাখি দেখো
নিজেকে নিয়ে বেশ থাকো
সুস্থির স্বস্তির সুখে কাটুক বেলা।
০৫/০৪/২২