শূন্যতা যেন
---
সোনালী রঙ মেখে ভোর
একবারই আসে,
তারপর আর আসে না
ফিকে হয় যাবতীয় রঙ,
সঞ্চয় শূন্যতার পাত্রে।
ভেতরে বাহিরে বিচ্ছেদী সুর,
ফুলেরা তাই হয় অনন্তযাত্রায়
ক্ষণিকের সঙ্গী,
এখন প্রসূনের যত ফোটা সব
অস্ফুট বেদনায়।
১৭/০৪/২১