শূন্যতার বিলাপ
----
অসীম শূন্যতা নিয়ে ডানা মেলে পাখি
অসীম আকাশে, অসীম নির্জনতায়,
নির্ভার ডানা মেলে ধেয়ে যায়
কোন অজানায়,কে তা জানে?
অসংখ্য অপূর্ণতা আর অপ্রাপ্তিতে
ঝরেছে শ্রাবণের জল, আকাশ তাকে
ধরে রাখেনি আকাশে,
অভিমানে তাই শ্রাবন বিবাগী আজ।

আজ নেই কোন কাকলী
শূন্যবনে বাতাস কাঁদে,
কাঁদে নদী তীরে কাশবন
সাথে আছে ভাঙনের কাব্য
আজ কোথাও কোনও ফুল নেই,
নেই গুঞ্জন প্রজাপতির,
শুধু একটি ঘাসফড়িং
আশ্রয় পেতে আড়ি পাতে জুঁইয়ের সাথে।

মনোবন হলো আজ তপোবন
সেখানে তপস্যায় ঋষী,
জপে জপমালা, বিধির বিধান অমোঘ
তাই ভস্ম হয় একটি হৃদয়,
পাখিদের সাথে মন চলে যায়
কোন বিরহিনীর দূরে কোথাও,
যেখানে নেই বাঁশরীর সুর
আছে শুধুই মৃত্যু উপত্যকা।

সেখানে কারা যেনো থাকে,
চুপ করে থাকে,
বিলাপ আর অনুতাপে দগ্ধ অনুক্ষণ
অঙ্গার হয় অনন্ত শান্তির প্রত্যাশায়
পাখিরা উড়ে যায়,আবার ফিরে আসে
যদি মনে পড়ে যায় পুরনো ঠিকানা,
যেজন চলে যায় শূন্য হাতে

সে তো আর ফেরেনা,কখনোই না,
হয় চিরপ্রস্থান,পড়ে থাকে শূন্যতা
সকল অপ্রাপ্তি পায়ে দলে
অসীমকালের কাছে হয়
তার একান্ত বিসর্জনের আত্মসমর্পণ।
১৭/১২/২৪