সুন্দর হয়ো না মলিন
----
মধ্যপ্রহরে হাসে চাঁদ, শুক্লা দ্বাদশীতে
হঠাৎ লেগেছে গ্রহণ,
কলংক তিলকে আধফোটা কলি
মলিন পুষ্পবৃন্তে।
সতৃষ্ণ আনত চক্ষুযুগল
হেরে চাঁদের বিলাপ,
গড়িয়ে পড়ে ক'ফোঁটা অশ্রু
কার বিড়ম্বিত কপোলে?
সকরুণ সুরে দগ্ধ চাতক
কেঁদে ফিরে দূর দিগন্তে
কান পেতে রয়, কোন অবসরে
শুনবে বাঁশি তার।
বাঁশি আর বাজে না, সুর ভুলে গেছে
থেমে গেছে সুরালোকিত ক্ষণ
এখন সময় বড় নিষ্ঠুর
তীব্র কষাঘাত হেনেছে সুন্দরে।
সুন্দর হয়ো না মলিন, হারিও না তুমি
ধরে রেখো যতটুকু আছে বাকি
সব দুয়ারে বিফল তবু
আশা জেগে থাকে।
গ্রহণের পর ফিরে আসে পূর্ণ আবার,
ফিরে আসে বৈভব সমস্ত,
নবরূপে আশা ফের বালুচরে বাঁধে ঘর
মরিচীকা ফিরে যায় ভঙ্গ মনোরথে।
--২১/০১/২০১৯