সোনার ধান
--
মিঠা বাতাসে আসে মিঠা মিঠা বাস
সবুজ আবাসে লাগে মিঠা ধানের বাস।
সোনার ধানে অঙ্গন হাসে সোনার বরণ
সোনার কইন্যার মনে রঙ সোনার বরণ
ধানের দেশে সোনার কইন্যা বেণী দুলাইয়া
সোনার কইন্যা সোনার ধান দেয় উড়াইয়া।
অরুণ বরুণ কিরণ মালার দেশে যায়
সোনার ধানের শিষ উড়ে দেশান্তরে যায়
সোনার কইন্যা এলোচুল বাতাস লইয়া খেলে
সোনার ধানে সোনার ছোঁয়া, কীবা সুখ মেলে।
আশা করি সারাবছর বুনেছিলাম ধান
সোনার অঙ্গে সোনা রঙ, ভরে আমার প্রাণ।
২৬/০৪/২২