সুখ পাখিটা  
**
সুখপাখিটা এইতো এল
বেলী ফুলের সাথে,
সাথে নিয়ে অনেক পাওয়ার গান
হাওয়ায় ভাসে রজনীগন্ধা
আর নাম না জানা
অনেক ফুলের ঘ্রাণ।

রাতের পথিক করুণ সুরে
কদম ডালের শাখে
কেমন করে বাঁশিখানি বাজায়,
জোছনা আর রাতের তারা
চাঁদের সাথে মিশে যেন
আমায় শুধুই কাঁদায়।

কেমন করে রাখি ধরে
প্রাণটি আমার যায়
এমনি এক জোছনা রাতে,
সকল কিছু ভুলে গিয়ে
পথ হারানো নতুন বাঁকে
সঙ্গী ছিলাম নীলের সাথে।

আজকে আবার নতুন করে
ডাক দিল ওই আকাশ নীল
তারার সঙ্গী হতে,
যাবই যাব তারার দেশে
হারিয়ে যাব নতুন করে
আসব না এই পথে।
----৩/৬/২০১৮