সূচনার কাল
---
সোনালী ধানের শীষ দেয় আশ্বাস,
পরম বিশ্বাস রেখো
আমাতে রয়েছে তোমার বেদনার রঙ,
তাই আমি মিশে গেছি সবুজের সাথে।
রক্তিম সূর্যটা  মিলিয়ে দিলো তায় কিছু রঙ তার
অনাবিল শান্তিতে পূর্ণ একটি স্বপ্নের ভূমি
সাগড় কূলে ভিড়িয়ে দিলো
একটি চিরসবুজ চিরচেনা প্রত্যাশার স্বপ্নতরী।
বাতাসে মিশে আছে যে গন্ধ,
নদীর জলে মিশে আছে যে গন্ধ,
ঝিলে ফোটা শাপলায় মিশে আছে যে গন্ধ
সে আমার প্রস্ফুটিত গৌরব।
আমি স্বপ্নের খেয়া বেয়ে যাই,
আমি বাস্তবে খেয়া বেয়ে যাই,
আমাতে বয়ে চলে উত্তরাধিকার
আমি বয়ে নিয়ে যাই একটি শপথ।
আমাতে আমার লক্ষ্য স্থির,
তোমাতে তোমার লক্ষ্য স্থির,
লক্ষ্যরা সব একত্রিত হয় একটি সূতোর
সুগ্রন্থিত, সুস্পষ্ট দৃঢ় বাঁধনে।
এসো মৃত্তিকার সাথে কথা বলি,
এসো ঐতিহ্যের সাথে কথা বলি,
এসো স্থাপিত করি দৃঢ় সংযোগ
ভবিষ্যত গৌরবের সাথে।
নয় কোনও শোকবিহ্বলতা,
নয় কোনও অতৃপ্তি আর
হারানোর আহাজারি
আমরাতো পেয়ে গেছি অধরা স্বপ্নের ঠিকানা।
স্বপ্নেরা ঘুমে নয় জেগে থাকে,
স্বপ্নেরা মিশে থাকে শ্রমিক আর মজুরের ঘামে
স্বপ্নেরা মিশে কৃষক আর জেলেদের শ্রমে
স্বপ্নেরা থাকে এদেশের সকলের প্রতিজ্ঞায়।
আমরা এবার মিশে যাই নির্মোহ ভাবনার সাথে,
আমরা পথ চলি একটি পথে
যে পথ শুরু হয়েছিলো তাঁদের রক্তধারার স্রোতে
স্নান করে,পরিশুদ্ধ মাটি এখন আমার।
আমরা এখন বিশুদ্ধ হতে চাই,
আমরা দিয়ে যেতে সুস্পষ্ট অঙ্গীকার,
আমাদের সময়টাও হবে একদিন
একটি গৌরবজনক সূচনার কাল।
১৫/১২/১৮