শুচিতা

জানা অজানার এই পৃথিবী
দৃশ্যের  অগোচর থাকে বহুকিছু
আমরা কেবল তাতেই মাতি
যা কিছু দৃশ্যমান।
অদৃষ্ট বলি তাকে যা কিছু দৃষ্ট হয়,
মেনে নিই বিনা বাক্য ব্যয়ে,
যা কিছু অধরা অদৃষ্ট বলি তাকে
মেনে নিই বিনা বাক্য ব্যয়ে।
যা কিছু দৃশ্যমান তাকেই বলি সত্য,
বহুকিছু থাকে অদেখা,
অবাক দৃষ্টিতে অবিশ্বাস্য যাবতীয়,
যা থাকে অজানা।
প্রচলিত অবয়বে সাজাই যাপিত জীবন
নিরেটের চেয়ে চমকে মুগ্ধতা
চটকে চটকায় হৃৎপিণ্ড,
সত্যকে একপাশে রেখে অশুদ্ধে শুচিতা খুঁজি।
২৭/১০/২০