স্তব্ধ ফাগুন
--
প্রথম ফাগুন যেদিন,
আগুনরঙা শাড়ি পরে
দ্বিগুন তেজে জ্বলছিল
গাঁয়ের পথে এক কিশোরী,
ভস্মীভূত, কৃষ্ণকালো
হৃদয় পুড়ে,দহনজ্বালায়
পলাশবনও সেই আগুনের
অঙ্গারে রক্তরাগে পুড়ছিলো।
হঠাৎ ফাগুন আনমনা যেই
সেই কিশোরীর চোখে স্বপ্ন দুলছিলো,
মনের খেয়াল,বেভুল পথে
পা বাড়িয়ে গ্রহণ লাগে চাঁদে,
জোয়ার শেষে জোছনা রাতে
সবাই দেখে অশ্রুনদীর পাড়ে;
সেই মেয়েটির নিথর দেহ,
এমনি পড়ে থাকে।
১৩/০২/২০২০