স্মৃতিময় ভালবাসা
--
ভালবাসা
শ্রদ্ধা
কিছু হাসি,কিছু মুহূর্ত
সময় গড়িয়ে যায়
আলোর পথ ধরে,
তারপর!
রহস্যময় রাত,
আঁধার নয়, তবু ঝিলমিল রাত শেষে
আসে বিদায়ের পালা।
দেখা হয় কখনও আবার
কোনও এক স্বর্ণালী ক্ষণে,
ভাস্বর চিরদিন হৃদয়ের মনিকোঠায়,
দাড়াও তুমি-
দাঁড়াও আঁখির আগে,
অপ্সরা রাত মিলায়
অস্তসূর্যের সাথে,
চিরদিন বসবাস অতঃপর
হৃদয়ের পাড়ে।
--২১/১২/২০১৯