শুনি শ্রাবণের গান
শুনি বৃষ্টির গান
গহন রাত্রির তিমিরে নিশ্চুপ
বসবাস যার।
শুনি টুপটাপ বৃষ্টির কান্নার শব্দ,
ব্যথাতুর হৃদয়ের গান
শ্রাবণের ধারায় মেশে,
কচুরিপানার ফুলে
ঝর ঝর ঝড়ো হাওয়া
ছুঁয়ে দেয় বৃষ্টির রেণু।
দমকা হাওয়ায় এলোমেলো সব
ভাবনার জোয়ারে ভেসে যায়
সব,বৃষ্টির শব্দ শুনি।
বৃষ্টির জল নেমে আসে হাতের মুঠোয়,
গভীর রাত্রি তখন নিশ্চুপ জাগে
নির্ঘুম চোখের আড়ালে।
--২২/০৬/২০১৯