সত্য-মিথ্যে
--
নিত্য তুমি বন্দী থাকো ঘোরে,
নিত্য তোমায় মাতিয়ে রাখে ঘোর,
নিত্য তোমার শপথ ভাঙার খেলা,
মিথ্যে তোমার পেলব প্রেমের ডোর।
সত্য যখন দাঁড়ায় পাশে এসে,
সত্যটাকে মিথ্যে লাগে,কুসুমে কপট,
সিংহদ্বারে আসন তোমার অনন্ত অক্ষয়,
গর্বভরে যাও হাঁকিয়ে স্বর্ণময় শকট।
২০/৬/২০