সঠিক সিদ্ধান্ত
----
তুমি কী ভাবলে? অবশেষে রণে ভঙ্গ দেবে?
সূর্যও তো সবখানে একই সাথে আলো দেয় না
সেজন্য কোথাও দিন, কোথাও রাত
সবকিছু একই সাথে সমান হয় না,
তবু তোমার হাতে থাকুক কিছু সঞ্চয়
তোমার চোখে থাকুক কিছু স্বপ্ন,
এরপর না হয় এলোমেলো দিনে
মায়াবী জোছনায় হাঁটো!
বিস্তর স্বেদ ঝরানো তোমার এই সংযোগ
থাকে না যেন তিলেক অবহেলা
হয় না যেন মনোযোগ বিচ্ছিন্ন,
নিরন্তর তুমি অবসন্ন ক্লান্ত হলে
অর্পিত হবে গুরুভার নতুনে,
স্বেচ্ছায় কাঁধে নেবে জোয়াল
বেঁচে থাকা মানে সবটুকুই বেঁচে থাকা
সব নিয়ে, সবকিছুর সাথে
নয়ত আত্মসমর্পণ জরার কাছে।
ভাবো তো একবার!
কোনটা তোমার সঠিক সিদ্ধান্ত!
বীর করে গমন, বীরের জাতিও
পাতায় পাতায় থাকে গৌরবালেখ্য
পরাজিতও থাকে এককোণে
আর প্রবঞ্চক ঠাঁই পায় নিত্য আস্তাকুঁড়ে।
০৯/০৯/২১