সর্ষে ফুল
--
সর্ষে ফুল ঢলে পড়ে
কোন খেয়ালে ক্ষেতের আলে,
উত্তুরে বায় শীতের হাওয়ায়
সর্ষে ফুলের ওড়না দোলে।
হলুদ বরণ রাজকন্যে
সবুজ শাড়ি পরে
মন কেড়েছে পথিক জনের
থমকে থামে পা।
আলতো পরশ ছুঁয়ে দিলে
সর্ষে ফুল হাসে কেমন
যেমন হাসে চাঁদ আকাশে
পূর্ণিমারই রাতে।
যখন মাঠে কেউ থাকে না
একটি রাখাল প্রশ্ন রাখে
হলদে পরীর কাছে,
কোথায় থাকে হলদে কন্যা
কোন সে নদীর বাঁকে?
কালোকেশের যাদু নামে
রাখাল ছেলের চোখে,
বাঁশের বাঁশি বাজায় সুরে
করুণ রাগে অস্ত যায়
দিনের শেষে দিনমনি।
সর্ষে দানায় পূর্ণ হলে
বিরান হয় জমির চাদর,
উদাস বাতাস কেঁদে কেঁদে
যায় চলে যায় অচিন দেশে।
বুকের ভেতর কিসের হুতাশ
কেউ জানে না কেউ,
দুঃখের সাগর উথলে পড়ে
মন ভাঙা গান গায়।
বাঁশির সুরে লাগে ঘোর,
গ্রহণ লাগে চাঁদে,
কাছে তবু এতদূরে
যায় না ধরা
চিরদিনের অধরা যে।
--২২/০১/২০২০