ষড়ঋতুর দেশে
---
সবুজ গাঁয়ের সবুজ কন্যা
ধনেপাতা তার নাম,
ধনেপাতা হেসে ওঠে সবুজে
সবুজ ধনেপাতা গ্রাম।
আসে হরিদ্রাবরণ সর্ষে কন্যা
হরিৎ বসন অঙ্গে
হিমেল হাওয়া নেচে যায়
যেন হরিৎ সঙ্গে।
নীলাভ রঙ শিমের ফুলে
নীল প্রজাপতি হাসে,
সাদা বক মেনেছে হার
সাদা ফুলের পাশে।
কত বিচিত্র রঙের বাহার
খেলা করে অবিরাম,
পাতায় পাতায় পুষ্প শাখে
কথার নেইতো বিরাম।
রৌদ্র হাসে মেঘের পাশে
ষড়ঋতুর এই দেশে,
মেঘের ছায়ে সুখেরা ভাসে
চিরকাল সুরের রেশে।
১৬/০২/২০