স্বর্গের ফুল
--
স্বর্গের ফুলগুলি নেমে আসে মর্ত্যে
পৃথিবী হয় স্বর্গলোক,
বিকশিত সৌরভে ছেয়ে যায়
স্বপ্নহীন ঘর, বাড়ী, চরাচর।
অধরা স্বপ্ন ক্রমশ মুঠোবন্দী,
তারপর! চক্রাকারে ভ্রমণ শুরু
মায়াবী জোছনা নেমে আসে
আপাত অন্তর্দ্বন্দ্ব ভুলে।
আয়, একসাথে গড়াগড়ি যাই
জোছনার জলে,
আর একটি ফুল ফুটবে বলে
বদলে দিই সব।
অতঃপর পৃথিবী বদলে যায়,
বদলে যায় নিজস্ব বলয়,
কেন্দ্রীভূত সব মমতার একটি ইন্দ্রজালে,
দৃষ্টিতে প্রগাঢ় কৌতুহল।
অপেক্ষায় থাকি ফোটার উৎসবের
অপেক্ষায় থাকি স্বীয় প্রতিরূপ
কখন দখলে নিবে আমায়।
২৫/০১/২২