স্বরবর্ণের কবিতা
---

অনন্তলতা অনেকের প্রিয় ফুল হয়
আমলকী আমেতে কভু মিল নয়।

ইপিল ইপিল ইস্ হাসে বাতাসে
ঈগল ঈশান কোণে ওড়ে  আকাশে।

উদয়পদ্ম উদয় হল আজ গানে গানে
ঊষা ঊষর ধূসর মরুর বাগানে।

ঋণে ঋণী, জর্জর হবে না তুমি
ঋষিদের মত হবে জীবনভূমি।

একাঙ্গী একাই দুলে যায় বায়
ঐখানে ঐ আছে,সবাইকে দেখায়।

ওলটকমল ওল নয় মনে তা জেনো
ঔষধ ঔষধী গাছে, একথাটি মেনো।

এইভাবে শিখে নেই স্বরবর্ণ ছড়া
হাসি খুশি আনন্দে জীবনটা ভরা।
৬/১০/১৮