শর
--
শরতের আকাশ যেন একটি খোলা চিঠি
পুরনো গন্ধ থাকে তাতে,
আউশের শরীর জুড়ে প্রাণ কথা কয়
ভেদিয়া সরস নিজেই মাতে।
শরাবতীর জলের ধারায় শরাল মগ্ন ধ্যানে
কোন অতীতের দ্বার খোলে,
শরবনে শুভ্র বসন ডাক দিয়ে যায়
আকাশ হারায় শরণ ভোলে।
শরশয্যায় পাতা আছে কোন সে শরজাল
শরজ মিছেই হারায় বাঁকে,
দৃষ্টিতে তাই ঘোর নেমেছে বাঁধন মিছে
হার মেনেছে শরেরই ডাকে।
শর ছুঁড়েছে কাশের মেয়ে মরণ দৃষ্টিবাণ
শরের কোমল বুকের পর,
শরশয্যায় কী আছে সুখ, জানে সেজন,
বিঁধেছে যার বুকে শর।
২০/০৮/২০