স্বপ্নগুলো
---
স্বপ্নগুলো ভাসে আমার নীল আকাশে,
ইচ্ছে দূরের পাখী হয়ে
যাক ভেসে যাক নীলের দেশে,
ইচ্ছে ডানা হত যদি
উড়ে যেতাম দূরের দেশে
নীল সাগরের তীরটি ঘেঁষে,
ময়ূর যেমন পেখম মেলে
ইচ্ছে যেমন রৌদ্র নীলে
যেতাম আমি বেদুইনের দেশে,
হারিয়ে যেতাম যাযাবরের বেশে।
ইচ্ছে আমার মেয়েবেলা কুড়িয়ে আনি
লুকোচুরি খেলা শেষে
চুপটি করে অকারণে আকাশ দেখি।
বাতাস উড়ায় ধুলা যত
মনের মাঝে কথা শত,
কেবল দৃষ্টি আমার যায় সরে
কোথায় কেমন করে হারায়
আমার মনের ইচ্ছে যত।
৩০/১০/২৩