স্বপ্নের শেষ নেই
---
মৌনতার মাঝে বসবাস
অপার স্নিগ্ধতার,
আর তুমি বাস করো
তোমার নিজস্ব
রূঢ় বলয়ে।
কাঞ্চন হেসে যায়,
অপরূপ মাধুরী খেলে যায়,
এলোমেলো কবরী
কুন্তল গুচ্ছে
উন্মাতাল অষ্টপ্রহর।
তারা ডেকে যায়
শিরীষের শিখরে
একটানা সুর তোলে
বিবাগী উদাস কোকিল,
যে হারায় অস্বিত্ব তার
আপন খেয়ালে।
তারা চুপি চুপি দেখে যায়
বিচিত্র অকারণে
চন্দ্রের ছলাকলা,
আকাশ গাঙে
ভেসে যায় যেন এক
ছোট্ট তরী।
তারা আনমনে হেঁটে যায়
একটি পথের সমান্তরালে,
শুধু পড়ে থাকা তৃণ
চোখ তোলে চায়-
নীরব বীণার ঝংকারে
মৃত স্বপ্নগুলো
একাকীই হাসে।
স্বপ্নের শেষ নেই,
তপ্ত মরুতে স্বপ্ন আনে
হিম শীতলে নিবারিত
তৃষ্ণার তৃপ্ত পিয়াস।
৮/৬/১৯