স্বপ্নের দেয়াল
--
আমার গল্পগুলো এমনই ছিল
ছেঁড়া আর টুকরো টুকরো,
বিশেষ কারও জন্য কিংবা
বিশেষ কোন বিষয়ে নয়
বিশেষ কোন মন্তব্যের জন্যও নয়,
এমনিতেই বলার জন্য বলে যাওয়া।

আমার গল্পগুলো ছিল অলস মধ্যাহ্ন
কাটানোর নিমিত্ত মাত্র,
উদাস দুপুরের এক ঝলক হাওয়ার মত
গল্পগুলোর মনের ভেতর আনাগোনা
ওতে নেই রঙ, নেই বাড়তি পালিশ
সাদামাটা জীবনের ভীষণ সাদামাটা গল্প।

যেমন করে চিরাচরিত নিয়মে
পৃথিবীর চলা, যে নিয়মে বৃত্তবন্দী সাধারণ
মানুষের চলা, বড় সাদামাটা বিবর্ণ সে নিয়ম
চমকে দেবার মত বর্ণিল ছটা
কখনও থমকে দেয় বটে,
তখন বৃষ্টির গান শুনি,
অথবা অপেক্ষায় থাকি মেঘমল্লার রাগের,
নিমেষে মনে পড়ে আমাতেই এখনও আছি আমি
পলেস্তারা খসে খসে গেলে
বিকট হাসি হাসে স্বপ্নের রঙিন দেয়াল।
২৮/০৯/২১