সংলাপ
---
লেখা-তো চিঠি নয়
যেন অবিরল জলের ধারায়
সপ্রেম অশ্রুপাত,
রিনিঝিনি কাঁকন বাজে
সংগোপনে মনের আধারে
আর ফুলগুলি উঠে ফোটে
তোমার হাসি যেন,
কিছু স্বপ্ন ঝিলিক দিয়ে যায়
কিছু আশা দিতে চায় পাড়ি
সময়ের ক্ষণ-কাল,
আর সূচীকর্মে অক্ষয় থাকে
সোনালী জড়িতে বুননে বুননে
কিছু প্রিয় নাম,
চিঠির পরতে পরতে লেখা যা কিছু
ভেসে যায়, ছুঁয়ে যায়
কিছু থাকে অস্পষ্ট তার,
ইঙ্গিতে থাকে অভিমানী মেঘের মত
দুর্বোধ্য বহু সংলাপ।
২৯/০৬/২১