সংযোগ
---
পৃথিবীতে এখন ঝলমলে রোদ,
একটি মনে কেবল বিষন্ন সন্ধ্যা,
ফিরে যাবার সময়ে পিছুটান
শ্রাবণমুখর সেইসব দিনরাত্রির জন্য
পৃথিবীর পথে পথে শিউলী বকুল
নানা ফুল ফোটে,
বিজন প্রান্তে একটি ফুল
নীরবে ঝরে যায়, পৃথিবী নিশ্চুপ থাকে।
কেউ থাকে না পাশে, নিশ্চল মুহূর্তে
যারা ছিল পাশে, কেউ উঁকি দেয়,
কারো থাকে না সময় হাতে মোটেই,
যে ফিরে যায়, সে পিছু ফিরে দেখে
অনেক প্রতীক্ষার শেষে সামনে তাকানো,
এগিয়ে আসে নতুন সাথী নতুন যাত্রার,
সবকিছু নিমেষে হয় পরিত্যক্ত,
যে ছিল অপরিহার্য , সে ছাড়া সবকিছু আরো বেশী সচল।
চল, আমায় নিয়ে চল শেষ ঠিকানায়
হে নতুন সঙ্গী দেবদূত আমার,
জীবন সেতো মুহূর্ত কেবল,
শেষ হয় পলকে চোখের
অনন্তকালে লীন হতে যাই,
অনন্তের ডাকে মিশে যাই মহাকালে,
তোমাদের সাথে থাকা দিনগুলো ছিল
দুইটি জীবনের সংযোগ মাত্র।
২২/১২/২০