সন্ধ্যামালতী
---
সন্ধ্যামালতী
তোমার যা কিছু বলার
চুপি চুপি বলে যেও
তারপর চলে যেও
যেখানে খুশি।
সময় তো নয় অফুরান
গদ্যে পদ্যে সন্ধ্যা হলে পরে
পদ্মরা আনমনে ঢলে পড়ে ঘুমে,
রাত্রির শেষ সীমানায়
অপেক্ষায় কেউ থাকে না কারো জন্য।
বাতাসের কান্না শূন্যে ভাসে একাকী
আর তোমার ঝরে পড়া পাপড়িদল
বৃথাই খুঁজে ফেরে হারানো গৌরব,
যখন সময় হয় ফেরার
মুহূর্ত মাত্র নয় অবকাশ,
নোঙর তোলে দূরগামিনী
উত্তাল সমুদ্র দিতে পাড়ি।
সন্ধ্যামালতী ঝরে পড়ে যখন
বৃন্তচ্যুত, নীরব অশ্রু অনেক
হয়েছে স্বাক্ষী তার।
২৫/০৩/২১