সময়
---
সময় এভাবেই বয়ে যায় নিশ্চুপ
বড় নিশ্চুপ।
সময়ে থাকা সময়ে টের পাওয়া যায় না,
কীভাবে সে যায়।
কখনও সময় চিহ্ন রেখে যায়,
কখনও যায় এমনি এমনি
রাখে না কোনও চিহ্ন।
কখনও নিশ্চিহ্ন করে যায়
ভেঙে দিয়ে যায় সময়ের গৌরব।
মানে অভিমানে যায়
কলহ দ্বন্দ্বে যায়,
অবহেলা তিরস্কারে যায়।
সময়ের পায়ে নেই ভেরী
সময়ের নেই তাড়াহুড়ো
সে তার মত যায়,
আমরা তার পিছু যাই, সঙ্গে যাই
আগেও যেতে চেষ্টা থাকে।
সময় থমকে দেয় আমাদের
আমাদের হা-হুতাশ
সময়ের মতই মিলিয়ে যায়,
মিলিয়ে যায় ছায়াছবির মত,
আমরা সময়ে আরোহন করি সুউচ্চ শিখরে,
সময়ই কেড়ে নেয় মুকুটের অহংকার।
সময় জবাব দেয়, সময়ই কথা বলে
আমরা বাস করি একটি ক্ষুদ্র সময়ে,
হায় সময় চলে যায় একটু একটু করে
আমরা ছুটে যাই, সময় চলে যায়
আমাদের ছুঁড়ে ফেলে দেয়
সময়ের অন্ধকার গহ্বরে।
২৫/০২/২১