সমর্পণ
--
যাত্রীরা যত্রতত্র ছত্রভঙ্গ-
অভিযাত্রী তারা একাকী বিচ্ছিন্নলোকের,
যে যার মত আত্মমগ্ন
ক্রমশ কালো মেঘে আচ্ছন্ন আকাশ,
মাটি,তারপর মানুষ
জড়পিণ্ডের মত বোধশূন্য।
সূতীক্ষ্ণ খড়্গ উদ্যত,করে
বিপ্রতীপ মেরুসমূহে তীব্র আঘাত,
ভূলুণ্ঠিত অনুভূতির সর্বশেষ মাত্রা
উদগত ধূম শিকড় থেকে শিখরে,
বিলাপের প্রলাপে অষ্টপ্রহর;
তবু বিচ্ছিন্ন যাবতীয় মূল্যবিচার
স্বর্ণলতায় গ্রাস করে বৃক্ষাদি,
প্রাণরসে সিঞ্চিত করে নিজস্ব সত্তা,
বিস্ময়ে বিস্মিত নেত্রসমূহ
অপহৃত গোচর অগোচরে প্রাপ্তি যত,
মৌনতায় স্থবির অতঃপর,
হার মানা হারে গ্লাণিময় যতসব
বিক্ষিপ্ত আত্মসমর্পণ।
১৮/৮/১৯