সহস্র সূর্যরা কথা বলবেই
--
জোয়ার লাগে যখন তারুণ্য দীপ্ত প্রাণে
অমানিশা কেটে যায় সহসা,
সবুজের বুকে লাল সূর্য
এঁকে দেয় মানচিত্র
এক নির্ভুল।
জাগরণ আনে এক বজ্রকণ্ঠের আহ্বান
সঞ্চারিত হয়ে প্রতিটি প্রাণে,
শপথের মন্ত্রে দীক্ষা নিয়ে
এনে দেয় স্বাধীনতা,
রক্তের ফুল।
মাটিতে গড়ায় সোনার মানুষ অগণিত,
সম্ভ্রম হারিয়ে কত কত জননী
বন্দী পিশাচের কারাগারে
তবু নোয়ায় নি মাথা,
সয়েছে হুল।
অজস্র আত্মা উঁকি দেয় এই বাংলায়,
আজও কাঁদে ছুঁয়ে এই মাটিমা,
স্বপ্নেরা আজও অধরা কেন,
কেন বাতাসে হাহাকার,
রুদ্ধ কল্লোল।
জানি সহস্র সূর্যরা কথা বলবেই সহসা,
প্রতিটি স্বপ্ন হবে নিশ্চয় বাস্তব,
দূর হবে যত কুজ্ঝটিকা সম
জঞ্জাল জড়তার ভিত,
ফুটবেই ফুল।
--১৫/১২/২০১৯