সবুজ স্বপ্ন
--
তুমি যাও,মেঘের মত ভেসে ভেসে যাও,
সুরালোকের অনন্ত ধারায় তুমি মিশে যাও
আপন অসীম তেজে
তুমি যাও রহস্যনগরে অমৃত সেখানে থাকে,
তোমার জন্য অজস্র সূর্যালোক সদর্পে অপেক্ষারত,
আকাশগঙ্গায় একটি নক্ষত্র কেবলই তোমার নিজস্ব।

এখানে প্রেম ছিল,ছিল অনুযোগ
ছিল রাগ ছিল অনুরাগের অনুরণন,
বিরাগে বিষন্ন ছিল কিছু বিষন্ন প্রহর
তোমার যাপিত সময়ে পাখিরা মুখর ছিল কলগীতে,
ছিল জলরঙে আঁকা কিছু ছবি,
ওখানে তোমার অবয়বের বিচিত্র রহস্য অঙ্কিত ছিল।

কুঞ্জবনে ছিল পুঞ্জীভূত ছিল মৌনতার নিষিদ্ধ সংলাপ,
ছিল ফুলেদের পেখম মেলা,
ডানায় ভর করেছিল মধুকর আবিষ্টমনে
শিশিরে ঝরাপাতা অনিমেষ দৃষ্টি মেলে
দেখেছিল মুহূর্তের চলে যাওয়া
একখানা পথ বঙ্কিম রেখায় এঁকেবেঁকে যায়,
জীবনের মানচিত্রে এঁকে দেয় নিষ্ঠুর চিত্রকল্প,
অজস্র না জানা উত্তরে থাকে পূর্ণ জীবন জিজ্ঞাস্য।

তোমার ছোট পালতোলা জাহাজে নিয়েছ সঞ্চয়,
যা কিছু তোমার নিজস্ব ছিল,যা কিছু কেবলই তোমার,
বিপুল বেগে চলে তোমার বাহন,সঞ্চয়ের একরাশ শূন্যতা নিয়ে
আমি পড়ে থাকি একদলা শূন্যতা নিয়ে,
তোমার নির্গমন হয় একজোড়া বিস্ফারিত চোখ দেখে,
সন্ধির বিচ্ছেদে জীবন এখন চূর্ণ-বিচূর্ণ।

তারপর হাতে আসে একটি পত্র,
প্রতিবার দহনের কালে পৃথিবী নিজেই পাঠায়  একটি পত্র,
প্রতিটি নিঃস্ব হৃদয় পায় একটি সবুজ পত্র,
ওখানে কেবল জীবনের গান থাকে,
জীবনের ডাক থাকে,
অতঃপর মৃত খোলস ঝেড়ে ফেলে দাঁড়ায়
নতুন পৃথিবী,নতুন মানুষেরা
যেখানে মুঠোভরা ফুল থাকে,
চোখে থাকে মায়াময় সবুজ স্বপ্ন।।
১২/১১/২০১৯