সবকিছুর শেষে
--
নিমেষে তোমার বঙ্কিম চোখে
ভর করে রাজ্যের অনিশ্চয়তা,
পালাবার পথ কি নাই!
ধুসর জগতে নামে অমানিশা
তুষার মেরুতে গলনাঙ্ক করে হেরফের
আদিবাসী পাড়ায় থমকে থাকে সময়।
হু হু বাতাসে ভাসে জীবনের বুক ফাটা আর্তনাদ
কী করে সামাল দিই,
সব রঙ হয়ে যায় সাদা।
সবকিছু মিশে যায় একই সমতটে,
দিকভ্রান্তির নেই অবকাশ,
অবসর নেই দেখার অবারিত তোমার নতুন অবয়ব।
বিলম্বের খেলাশেষে আবার জানি
দেখা হবে চাঁদ,আবার হবে সমুদ্রস্নান
ততদিনে নতুন কিছু গুল্ম পাঁচিল বেয়ে আকাশে বাড়াবে হাত।
ক্লান্তির শেষে ঠাঁই নিতে হবে,
চির বিশ্রাম মুড়িয়ে দেবে সবুজ পাতা,
কোকিল তারপর গেয়ে যাবে বসন্তের গান।
২৯/০৩/২০২০