শব্দ শব্দ খেলা
-----
শব্দ, শব্দ শব্দে করি আমি, করি যে খেলা,
শব্দ দিয়ে শব্দ করে তাই কাটাই যে বেলা।
শব্দ দিয়ে ছুঁড়ে দাও ভীষণ শব্দবাণ,
শব্দহীন আমি তাই হারাই শব্দমান।
শব্দচয়ন কেমন তোমার? যেন শব্দজাল
নিঃশব্দ তাই,হারায় শব্দ এ-কোন শব্দহাল?
শব্দজটে লাগে প্যাঁচ,ছুঁড়ে কেবল শব্দতীর,
শব্দবোমার বিস্ফোরণে ক্রমশ হয় শব্দ ধীর।
নিঃশব্দেরা শব্দ জুড়ে শব্দমালা যায় গেঁথে,
শব্দকোষে শব্দ লুকায়,শব্দলীলায় রয় মেতে।
তোমার শব্দ অতি কোমল তবুও তা শব্দনাদ
শব্দতোড়ে ভেসে যায় এত যে তার জোড়ালো নাদ।
শব্দাঘাতের ভীষণ তাড়ায় কানে লাগে শব্দখিল,
শব্দহারা হয়ে আমি পাইনা খুঁজে শব্দে শব্দমিল।
শব্দ আছে সবকিছুতে শব্দ মিলায় তবু,
শব্দে শব্দে সশব্দ হয়, হারায় না তা কভু।
মাত্রাছাড়া শব্দেরা সব মিলে গিয়ে শব্দদুষণ করে,
শব্দ তখন ধরায় মাথা, প্রাণের ভেতর শব্দবিলাস ঝরে।
বজ্রশব্দ আসে ধেয়ে,কষতে আঘাত শব্দহীনে,
শব্দপতন হয় যে কঠোর, একটি মনের খুব গহীনে।
শব্দেরা যে জেগে থাকে, খুব গোপনে গড়ে শব্দহার,
শব্দ কত কথার ঢেউয়ে, গড়ে বিশাল শব্দপাহাড়।
শব্দ আমার নীরব থাকে, কত ব্যথায় শব্দকাতর হয়ে,
শব্দ ক্রমশ শব্দে বাজে,অশ্রুজলে কাঁদে রয়ে রয়ে।
শব্দবীণে বাজে শব্দ,বেজে চলে আস্তে কিবা জোরে,
শব্দ নিয়ে শব্দখেলায় মেতে যে রই দুপুর রাত্রি ভোরে।
শব্দে হাসি,শব্দে কাঁদি শব্দ আমি সাজাই যে খাতায়
জলের মত শব্দধারা আসে আমার জীবনেরই পাতায়।
শব্দ দিয়ে তৈরী আমার শব্দখেলার শব্দঘর
সব দূরে যাক,থাকুক সাথে, শব্দ যেন না হয় পর।
----২৩/১১/১৮