শিশির হয়ে
-----
শিশির হয়েই ছিলাম
পদতলে ঘাসের বুকে,
ছিলাম ফোঁটা অশ্রুবিন্দুর মত
একটি সবুজ পত্রে,
তারপরও লেখেছি অজস্র চিঠি
সাদা সাদা জমিন ভরিয়ে দিয়েছি
কালো কালো অক্ষরের বিচিত্র সাজে।

হইনি আমি সুদক্ষ কারিগর
হইনি আমি শিল্পী --
বড় সাধ ছিল হৃদয় রাজ্য করে নেবো
অনায়াস দখল
অদ্ভূত এক বৈপরীত্য আমায় গ্রাস করে
আজন্ম প্রাপ্তি হতাশা আমার
আজন্ম প্রাপ্তি আমার সকল না পাওয়া,
কেবলই আসা আর যাওয়ার নিরন্তর ছলনা।

আমি হতে পারি পাখি,আমি হতে পারি ঢেউ
নীল আকাশটা অথবা নীল সমুদ্রটা হতে পারে
কেবলই আমার
অথবা আমি হতে পারি বিচ্ছিন্ন এক দ্বীপের
একাকী বাসিন্দা
বার বার করাঘাতে রুদ্ধ দুয়ারের অর্গল
থাকুক রুদ্ধ চিরকাল
তুমি বসবাস কর, তোমার সুখের খাঁচায়
তোমার নিজস্ব সব ভালো লাগা নিয়ে।

আমি নগ্ন পায়ে এগিয়ে যাব আবার জীবনের খোঁজে,
হয়ত আবার বিজয়ী হব,নয়ত ঝরে যাব চিরতরে
শুধু একটি দীর্ঘশ্বাস আর ক'ফোটা চোখের জলে
ভাসাবো ডিঙা অচেনা কোন এক নদীপথ ধরে,
অথবা পাখিদের পিছু পিছু মেলে দিব ডানা
কোনও এক ক্ষণে বিস্মৃত স্মৃতির বিভ্রমে অনুরোধ,
কখনও খুঁজো না আমায়।
--২২/৮/২০১৮