শিকল ভাঙার গান
--
পরাজয়ে থাকে জয়ের নিশানা,
থাকে অনেকের অনেক আনন্দ,
জয়ের গৌরব একা বয়ে যাও
দংশে তোমায় রহস্য বাক্যবাণ
অনেক পরে চাঁদ দেয় উঁকি
স্নিগ্ধ বাতাসে জুড়ায় প্রাণ
ফুলের সুবাসে সুরভিত দিনমান
আর তুমি ভাসো অপার মুগ্ধতায়,
খুব একাকী অজস্র আনন্দ
কেবলই সঙ্গী তোমার
ভুলে যাওয়া ক্লেদাক্ত বাণী যত
আপন খুশিতে, আপন হাসিতে
ভেসে যায় জঞ্জাল যত,
তুমি থাকো আপন ভুবনে,
ডুবসাঁতারে নিজস্ব মহিমায়।
জগৎ থাকুক তার নিজস্ব নিয়মে,
চিরায়ত প্রথা সহজে ভাঙে না শিকল
রুদ্ধ অর্গল সহজে হয় না অবারিত,
তবু মহাকাল স্বাক্ষী অযুত বর্ষ ব্যাপী
নিরবেই গায় একাকী কোন কালের পথিক
শিকল ভাঙার গান।
---২৯/০৮/২০১৯