শিক্ষক বন্দনা
---
সাধ আছে নেই সাধ্য
অল্পে তুষ্ট থাকো বাধ্য

মনে শখ উড়াউড়ি
এসির নীচে কাজ করি,

লাখ টাকার গাড়ি চড়ি,
ইটের ছোট্ট  বাড়ি করি।

ইলিশ কিনি ঢাউস সাইজ
জীবনে কেবল কম্প্রোমাইজ,

সুষম খাদ্য  নাই পাতে
দুঃখ তাই দিনে রাতে।

মনটা চায় ঘুরে বেড়াই
পকেট শূন্য উপায় নাই।

দুঃখ বলার জায়গা নাই
উপদেশের অভাব নাই।

মাস্টর মানুষ সবর কর
এত কেন শব্দ কর

শিক্ষার্থীদের মানুষ কর
ধনের চাইতে বিদ্যা বড়।

খালি পকেট শূন্য হাত
মরিচ ডলে খাও ভাত

সাদামাটা পোষাক পর
এই জীবনে ধৈর্য ধর।

ছাত্র তোমার মানুষ হবে
দামী গাড়ি যেই হাঁকাবে

জীবন হবে ধন্য তোমার
এই জীবনে চাই কী আর?

---শিক্ষক বন্দনা
৬/১০/২৪