শেষ যেখানে
----
শেষের পরেই হয় শুরু
ভাবছো কেন এত গুরু?
এবার হবে নতুন যাত্রা,
যুক্ত হবে নতুন মাত্রা।
পথিক হেঁটে যায় বলে
পথের সৃষ্টি বৃক্ষ তলে।
যদি না, আসতো বান
জলধি কি পেতো প্রাণ?
শীতে পাতা ঝরে বলে
নতুন বসন পল্লব দলে।
সূর্য অস্ত যায় রাগে,
নিশি তাই ব্যস্ত জাগে।
কখন জাগবে আবার রবি,
কখন আকাশ আঁকবে ছবি।
পূবাকাশে ঊষার গানে
প্রাণে নতুন দিপ্তী আনে।
চলো যাই শেষের কাছে,
ওইখানেেতে স্বপ্ন আছে।
স্বপ্ন নিয়ে এগিয়ে চলি,
নতুন দিনের কথা বলি।
আমি চলে যাই শেষে
নতুন শুরুর, নতুন দেশে।
----১৫/১০/২০১৮