সান্ত্বনা
--
পাথর সময় রয় কি পাথর
হয়ে জমাট বক্ষ মাঝে?
যায় তো কুলায় ফিরে পাখি
গোধুলীরই শান্ত সাঁঝে।
দুইটি ডানায় ভর করে যে
উড়ে চলে বকের দল
আড়ি দিয়ে মুখ ফিরিয়ে
মেঘ কি হারায় তার কাজল?
দুই ফোঁটা কার অশ্রুজলে
কাঁদে নিশির শিশির,
যদিও আকাশ কাঁদে, কভু
ধ্যান কি ভাঙে ঋষির?
পথ চলে যায় এঁকেবেঁকে
নাই বা পেলো পান্থজন,
আছেতো পাশে দুর্বাদল আর
দূরের পথের বিজন বন।
৬/৯/২০১৮