শান্তিতে
তুমি কেন পুরোটা দেখ না?
আমিও দেখি না,
আসলে কেউ-ই দেখে না।
আমরা এপাশ দেখি, ওপাশ দেখি না
উপর দেখি নিচটা দেখি না,
যেপাশে থাকি সেটাই যেন সত্য সুন্দর
বাদ বাকি কুৎসিত, অসুন্দর।
অসত্য তাই পিছু ছাড়ে না
হয় না সাম্য কিছুতেই,
সাম্য না থাকলে শান্তি হয়? বল!
তুমি আমার দোষ চালনি দিয়ে ছেঁকে
তুলে ধর যেন তাই প্রবহমান চিরদিন,
আমিও ছিদ্র অন্বেষণে ব্যস্ত,
তারা? তুমি আমি সে
আমরা কেউ কাঁটা দেখি ফুলে
কুসুমে খুঁজি কীট।
অথচ আমরা সবাই মিলে
মনোরম উদ্যান গড়তে পারতাম, তাই না!
আসলে কথা হল আমরা শান্তি খুঁজি ঠিক,
কিন্তু শান্তি চাই না
সবাই মিলে শান্তিতে থাকি, চাই কি?
বিধাতার হয়তো অন্যরকম চাওয়া।
আমরা বাঁধ দিয়ে জল আটকাই
আবার জলের খুঁজে যাই জলের শহরে।
আমরা এমনই, যা চাই তা পাই না
যা পাই তার মূল্য নেই
না পাওয়ার পিছে অহোরাত্র ছুটি
আর অনায়াসে দোষ খুঁজে বেড়াই
পরস্পরের দোষ খুঁজে
যথেষ্ট শান্তিতে নিদ্রায় যাই।
৫/৩/২৫