সাধু ও চোর
---
যখন চোর ধরা পড়ে
হৈ চৈ,
বাকীরা সব সাধু সাজে
সাবাস! সাবাস!
কে সাধু কে চোর,
জানা যায় পড়লে ধরা
সাবধান! যেওনা জলে,
ওখানে ফোটে আপন প্রতিবিম্ব,
সাধু নিজেই চিনে না নিজেকে
জলে কার ছবি!
ছাই উড়ালে কুটো উড়ে,
কখনও রত্ন,
পাপ থাকে সিন্দুকে
গোপন বন্দী,
শহরে নগরে অরণ্যে এবার
নিশ্চিন্তে পাপী খুঁজে ফিরি,
খুঁজলে ইঁদুর মিলবে প্রতিটি শস্যক্ষেত্রে,
লোকচক্ষুর অন্তরালে
দিব্যি সর্ব বিনাশ করে।
২৬/০৯/২০