সাধারণ মানুষেরা
--
সাধারণ মানুষেরা অতি সাধারণ থাকে,
তারা সাধারণ ভাবেই চিন্তা করে,
সাধারণ ভাবেই তারা আকাশের তারা দেখে
সাধারণ মানুষ সাধারণ সুখে হাসে
সাধারণ দুঃখে তারা কাঁদে
তারা জানে না কি করে মনের কথা গোপন করতে হয়।

সাধারণ মানুষের গরমে ঠাণ্ডা মেশিন লাগে না,
গাছের নিচে তারা গামছা বিছিয়ে ঘুম দেয়
দখিনা বাতাস তাদের ঘাম মুছে দেয়,
দুঃস্বপ্নে তাদের নির্ঘুম রাত্রি হয় না প্রভাত,
সাধারণ মানুষের চিন্তা অতি সাধারণ, তারা জানে
সূর্য কখন তাদের দেয় কোন প্রহর,
তারা জানে আকাশের কোন কোণে সাঝ করলে
ঝড়ো হাওয়া বয়,
তারা জানে ফসলের কাল কোনটি।

সাধারণ মানুষ রিকশার হুড তুলে আরামে নিদ্রা যায়,
আরো বেশি পাবার স্বপ্ন করে না তাদের সুখ থেকে বিচ্ছিন্ন,
তারা জানে কি করে ভাগ করে খেতে হয়,
তারা জানে কি করে নিজে না খেয়ে অতিথির মুখে তুলে দিতে পলান্ন,
যারা অসাধারণ,সবচেয়ে উত্তম তাদের চাই,
সাধারণের একটা কিছু হলেই হল
অসাধারণ মানুষের ঘুম আসে না,চিন্তা কি করে
আরো বেশি পাওয়া যায়,কি করে আরো ধরে রাখা যায়,
সাধারণ নিজেকেই বিলিয়ে দেয় হাসিমুখে পরার্থে।

অসাধারণ মানুষগুলো পায় বেশি,উড়ায় বেশি
তাদের আকাঙ্ক্ষা থাকে গগনচুম্বী,
সোনার হরিণ তাদের করে পাগলপারা,
তারা হয় তীব্র অসুখী,
সাধারণ মানুষের গায়ে থাকে শ্রমের গন্ধ,
লবন-মরিচ পাতে ডলে তারা পেট পুরে খায়।

অসাধারণ যারা তাদের গায়ে থাকে বিদেশি কড়া পারফিউমের গন্ধ,আরও কত প্রসাধনে তারা
গায়ের গন্ধ লুকায়,
তাদের টেবিলে থাকে লোভনীয় খাবার
আর পাতে শুকনো তেল ছাড়া রুটি
সাধারণ মানুষ ঘরে ফিরে শান্তি খুঁজে,আরামে ঘুমায়,
অসাধারণ বারে গিয়ে বোতলে শান্তি খুঁজে,
বার ললনার কণ্ঠলগ্না হয়ে মাতাল হয়,
একটু ঘুমের জন্য বড়ির পর বড়ি গেলে।

সাধারণ মানুষ ভাবে ওরা কত সুখী!
অসাধারণ মানুষগুলো ভাবে আরো অসাধারণ যদি হতাম
তবে হয়তো সুখী-ই হতাম
আসলে সুখ থাকে মনে,
সুখ থাকে সামান্যে,
সুখ থাকে মানুষের আফসোসে,
অধরা সুখ পালিয়ে বেড়ায় নাগালের বাইরে চিরদিন।
১১/৯/১৯