সাদামাটা
🌹🌹

জনিত না জানি
ঝঞ্ঝাট অপসৃত
অকারণ বিভ্রাটে
তদীয় স্বর্গপতন,
নভোকুলে হাসি
খসে পড়ে রাশি রাশি
অচ্ছুৎ জনে পায়
অলৌকিক আনন্দ অপার,
অতঃপর কালকূটের
সলাজ আক্ষেপ কালক্ষেপে
মর্ত্যে জোনাকীর ফুল
অনুরক্ত সম্ভাষিতা,
আনন্দময়ী যায়
হিল্লোল অন্তর সমুদ্রে,
বিষাদে নিনাদের
করতাল বাজে
চকোর না খুঁজে জল
নিরলে কৃষ্ণার পাড়ে।
৩০/১/২৫