সাদাকালো
---
ভীষণ রকম সাদাকালো এই জীবন
ভীষণ রকমভাবে সাদামাটা,
রঙিন পৃথিবীটা সাদাকালো নয়
যদিও রঙধনু মাঝে মাঝে, তবু
আকাশটাও সাদাকালো।
যদিও বর্ণিল হয় ঊষার আকাশ আর সমুদ্র
পড়ন্ত গোধুলীতে- তবুও সাদাকালো
পৃথিবী রঙিন শুধু, আরও রঙিন মানুষের মন
রঙের ফানুস উড়ায় মানুষ
রঙ নিয়ে খেলা করে অবিরাম।
রঙ ছড়ায় রঙ মাখায়- রাঙায় চারপাশ
মৌতাতে মেতে রয়,কাটাতে বিষন্নতা
রঙিন ভালবাসায় হেসে হেসে
রঙের ছড়াছড়ি দেখে, দেখে রক্তাক্ত হৃদপিণ্ড
আমিতো সাদাকালো,তাই রঙ ভয় পাই।
সাদাকালো আকাশটা ভালবাসি,
সাদাকালো সমুদ্র ভালবাসি
রঙিন পৃথিবী আমায় ডাকে নিয়ত,
তবু গুটিয়ে থাকি নিজের মত করে
মাঝে মাঝে রঙ দেখে আমি বিস্ময়ে
হতবাক হই,বোবা হয়ে যাই।
এতরঙ পৃথিবীতে তবু মনে কেন
একটি করে ভীষণ কালোর বসবাস?
আমি লীন হব,আমি ক্ষীণ হব-
আমি হব চরণতলের দূর্বাঘাস
আমি জল হব,আমি মেঘ হব-
সাদাকালো আমি রইব মিশে
অন্ধকার আর আলোর সন্ধিক্ষণে।
আমি চলে যাব- আমি মিশে যাব দূর দিগন্তে
সাদাকালো আমি টুপ করে ঝরে যাব
রঙিন মুখোশ পরা মাটির পৃথিবী
তুমি নীরবে আমায় বিদায় দিও।
--- ৪/৬/২০১৮