রঙ্গমঞ্চ
---
প্রতিটি আসন যেন বা অলংকৃত করে
একেকটি মুখোশধারী।
তাঁরা বসে থাকে, মনে মনে ফন্দি আঁটে
তাঁরা ছক কেটে সাজায় পরবর্তী পদক্ষেপ।
তাঁরা লুণ্ঠন করে রাত্রে, অবাধ লুণ্ঠন।
তাঁরা লুঠ করে স্বপ্ন, মানুষের যা কিছু সম্পদ,
ধন, জ্ঞান, এমনকি চিন্তার রাজ্য।
তাঁরা ভান ধরে যেন হাতে এনে দিবে আকাশ,
বস্তুত তাঁরা নিজেরাই নিজেদের জন্য চায় আকাশ।
তাঁরা মাটি দখল করে, মানুষ দখল করে
তাঁরা দখল করে স্বপ্ন,
তাঁরা নিয়তই মেতে থাকে লুণ্ঠনের নির্লজ্জ উৎসবে।
অতঃপর তাঁরা সামনে দখল করে আসন,
শান্তিবস্থায় তাঁরা ফিসফিস করে
কীভাবে আখের গুছানো যায়।
অথচ তারা মিছিলের অগ্রভাগে থাকে না,
মিছিল জাগিয়ে দিয়ে
তাঁরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তামাশা দেখে,
ভাবে সময় হল কি না তল্পিতল্পা গুটানেোর
না কি মওকা মিলবে এবার!
দিনশেষে সব লুণ্ঠনের চিহ্ন মুছে ফেলে
তাঁরা হয় ভাল মানুষ,
যেন তাঁরাই সবচেয়ে খাঁটি
অতঃপর বংশপরম্পরায় চলে লুণ্ঠনের রঙ্গমঞ্চে ধারাবাহিক মঞ্চায়ন।

১৯/০২/২২