রক্ষা কর প্রভু
--
করজোড়ে করুণাময় করি করুণ মিনতি।
কর রক্ষা কর করোনার হাত থেকে।
নিষ্কৃতি পেতে হাত তুলি তোমারই দরবারে প্রভু,
সবচেয়ে তুমিই শক্তিশালী হে মহান।
আজ পৃথিবীর অসহায় ভূমি,
রাজা উজির প্রজা একই সমান্তরালে।
কী করে পাবে রেহাই,
হাহাকার বিশ্বজুড়ে।
হে দয়াময় কর দয়া,তোমার দয়ায় রৌদ্র হাসে,চন্দ্র হাসে,
সমস্ত সৃষ্টি চলে তোমারই ইশারায়।
প্রভু দয়াময় কর দয়া
নিজগুণে কর ক্ষমা অধম পাপী বান্দায়।
তোমার রহমত অসীম,আমাদের পাপের চেয়ে
বড় তোমার দয়া,ওহে দয়াময়।
করুণ আর্তি তোমারই কাছে,
রক্ষা কর প্রভু দয়াময়,আর নেই কোথাও চাওয়ার।
২৬/০৩/২০২০