রিক্তা
--
কোথায় বিন্দু বিন্দু বিন্দু বারি বর্ষে
কোথায় হৃদে গহীন ক্ষত লুকোয় হর্ষে?
চাইনি স্বর্গ, চাইনি আমি বেশি কিছু
তবুুও হেঁটেছি দীর্ঘ পথ তোমারই পিছু।
স্বর্গরাজ্যে কঠিন প্রহরা,
ক্লান্ত আমি সুপ্তিহরা।
দেখেছি আমি জলহারা মেঘ
লুটায় ধুলোয়,পেলে শূন্যে বেগ।
আমি চেয়েছি ফুলের ঘ্রাণ আঘ্রাতে নিজেকে
চেয়েছি আলো,মুঠো ভরে তা ছড়াতে চৌদিকে।
পেয়েছি শূন্য,হয়েছি শূন্য, সেজেছি প্রশ্নবোধকে,
আঁচল পেতে ভরেছি শূন্য,এঁকেছি শূন্য চোখে।
৭/৫/১৯