রাজকন্যা
---
পা বাড়িয়ে হাত বাড়ালে
জীবন পানে,
কৌতুহলে দেখছ চেয়ে
পথের ধুলো, ঘাসের সবুজ,
ফুলের সাথে ভাব করেছ-
মিষ্টি মেয়ে ফুলের মতই তুমি।

সন্ধিকালে জলের পাশে
শাপলা ফোটা, রাজহংস
পথের ধারে ফিরছে ডেকে,
ঘর যে ডাকে;
ছাগল পথে গল্প করে,
কী যে তারা সল্লা করে,
হল্লা করে দুষ্টু ছেলের দল।

তোমার অপাপ স্নিগ্ধ মায়ায়
সময় থামে, বাতাস থামে,
তোমায় শুধায় কেমন আছ?
ছড়িয়ে অনেক আলোর দ্যূতি
অবাক চোখে দেখ তুমি
এই পৃথিবী, আকাশ নামে দূরের গাঁয়ে,
তুমি এবার মাটির মাঝে মা'কে দেখ।

ভাষা তোমার অনেক স্বপ্ন
ছিটিয়ে দাও এই জগতে-
তোমার কথা বলুক সবাই
অনেক জনের ভীড়ে তুমি-
"তুমি" হয়েই হও বড়
বাবা-মায়ের রাজকন্যা তুমি।
১৩/০৭/২০