রায়
--
তোমাকে দেখেছি আমার উচ্চতায়
সমতলে যেমন খেলে জল,
আমিও অবাধে কেটেছি সাঁতার,
বিশ্বাসের সমুদ্র আমার সম্মুখে,
আমি নির্ভয়ে দিয়েছি ঝাঁপ।
কুটিলের অন্তরে ক্রুরতা,
ফণা তুলে যেমন বিষাক্ত নাগিনী,
অপেক্ষায় থাকে কখন হানবে ছোবল,
নীল বিষে তিলে তিলে মৃত্যু আলিঙ্গন।
যে দেয় আগুন বিশ্বাসের ঘরে,
নিকৃষ্ট পাপিষ্ঠ, ধিক যত তারে,
ধৈর্য,অপেক্ষা সময়ের;
বিধাতাই অতঃপর সঠিক রায় দেন
কোন একদিন, পালাবার নেই পথ।
২৪/১০/২০