পোষাক
---
পোষাকে ঢাকা থাকে যাবতীয় কুরূপ,
পোষাক দেয় ক্ষমতা,
যখনি পোষাক ছেড়ে যায়
ক্ষমতা হারিয়ে পরিণত কেবল শূন্য অবয়বে
অসহায় আর্তনাদ অনুভব করে
কী ছিল তেজ ক্ষমতায়,
আসলে ঢেকে রেখেছিল
পোষাক প্রকৃত রূপ তার,
মানুষ প্রকৃতই বড় অসহায় জীব।
১২/ ১০/২০