পুনরাবৃত্তি
---
কখন পাল্টাবে অধ্যায়, পৃষ্টা উল্টে যাবে
অনিশ্চিত সে সিদ্ধান্ত,
সমাপ্ত  একটি অধ্যায়
না থাকে জানা,
সিদ্ধান্ত দৈবের হাতে।

কোলাহল শেষে যে যার মত
ভিড়ায় তরণী আপনার ঘাটে,
প্রদোষে হয় কুশল বিনিময়,
আপাত নীরিহ সব মুখে
থাকে সহানুভূতির চিহ্ন,
আনন্দের মিথস্ক্রিয়ায় ঝলমল প্রতিবেশ।

জলে ফোটে প্রতিবিম্ব
প্রেমময় সঙ্গীতে মুখর স্বরবিতান,
আবদ্ধ ফোয়ারায় টগবগে জলের তরঙ্গ,
পরিপাটি বিন্যাসে পরিমিত হাসি,
অথচ হৃদয়ে উপচে হা-হুতাশ।

কেউ তো দেখে না কারো মন,
কেউ তো পড়ে না মনের বই,
সে বইয়ে লেখা থাকে প্রকাশের
বিপরীত বর্ণনা,
চিরদিন অপ্রকাশিত প্রকাশের অতীত
জঞ্জাল সব।

অসহ্য সময়ে ভেঙে পড়ে সব,
ঘুণেপোকা নীরবে করে উজাড়,
যখন হুঁশ হয়
বহুদূর চলে যায় বন্ধন ছেড়ে,
সমাপ্তির শেষে আর কিছু থাকে না,
একটি বাঁকের শেষে যোজিত হয়
নতুন আরেকটি বাঁক
শুরু হয় জীবনে আরেকটি অধ্যায়,
আবারও সেই মুখোশের পুনরাবৃত্তি।
২৭/০২/২১