প্রত্যাবর্তনের গল্প
---
প্রত্যাবর্তনের গল্পগুলো এরকমই হয়,
নিছক সাদামাটা।
অপ্রত্যাশিত যদিও, তবু মনে হয়
এরকমটিই তো হওয়ার কথা ছিল।
যেমন চিরায়ত জলহাওয়া
কিংবা চিরচেনা প্রতিবেশ।
যা কিছু হওয়ার, যা কিছু অবধারিত
তাতেই যেন বিস্ময়ের পালা।
কিছু কি বিনাশ হয়?
রূপান্তরের পালায় মাটি হয় হীরে,
সোহাগের অবয়ব ফের মাটি হয়।
ওখানে উঁকি দেয় কিছু সবুজ কিছু প্রাণ,
এভাবে ওভাবে মিলি একই বৃত্তে।
কোথাও নেই প্রেম, তবু প্রেমে মজে মজনু,
হাহাকার মিলায় বাতাসে।
থাকে দুঃখ আর না পাওয়ার কষ্ট
অথচ সবকিছুই কত না স্বাভাবিক।
কিছুই নয় রীতিবিরুদ্ধ
বাকী সব কেবলই ভান।
প্রত্যাবর্তন হয় বিবিধ রকম
শুধু মেনে নেওয়া থাকে প্রশ্নবিদ্ধ।
হয় গতি নয় স্থিতি, ছুটে চলা নয় থেমে যাওয়া,
সর্বত্রই জড়তায় কাটে যাবতীয়
কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত বিষয়াদি।
প্রেমে-অপ্রেমে,শুভ-অশুভের পালায়
চিরদিন থাকে পুষ্প ফোটার পালা।
সেই প্রত্যাবর্তন, অবিকল অক্ষয়
যেন স্বাক্ষী মহাকালের।
০৮/০৭/২১