প্রতিঘাত
--
মেয়ে তুমি কেন কাঁদো?
একটি নির্ঘুম রাত্রি করে দিলে পার
কেঁদে কেঁদে তুমি,
মেয়ে তুমি কেন কাঁদো?
অনেক রাত্রি বিনিদ্র কেটেছে তোমার,
অশ্রু গণ্ড চুমি।

যে পথিক চলে গেছে
রেখে গেছে দৃঢ় স্বাক্ষর অদৃশ্য কালিতে
ক্ষত গাঢ় হয়,
আপাদমস্তক ডুবে গেছে
যাচিত প্রার্থনা শেষে নিষ্ঠুর চোরাবালিতে
প্রাপ্তি এমনি হয়।

চুপি চুপি খুলো কেন?
স্মৃতির জানালা তোমার থাক না অবরুদ্ধ
চিরদিনের মত,
কষ্টগুলো হিমশৈল যেন
পাথর অস্থির সময়, নিজের সাথেই যুদ্ধ
তপ্তে অগ্নি যত।

নীরবে প্রস্থান হোক ক্ষয়ের
কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন হোক সেই দৃপ্ত পদভারের,
ব্যথা সব অনুক্ত,
অশনির চিহ্ন! নেই ভয়ের,
অলিখিত যুদ্ধ তোমার শুরু , না মানা হারের,
কান্না হোক মুক্ত।
৩০/৫/১৯