প্রতিবন্ধ
--
মরাকটালে নদীর কষ্ট,
নদীর কষ্ট তিলেক কাল
যখন খরায় চূর্ণ ধরা,
মরা নদী ফের প্রমত্ত
যখন জোয়ার বেলা-
প্রতিশোধে দ্রোহী নদী
ভাঙে নদীর কূল।

নারীর কষ্ট জীবন ভর,
বয়ে বেড়ায় দুঃখের নদী
মুখে নিয়ে হাসির ছটা,
চিত্তে থাকে চিতার দহন
এভাবেই কাটে নারীর
আধেক পূর্ণ জীবন,
যেন ভুলে ফোটা ফুল।
৩১/৫/১৯